সামান্য একটা ব্যপার নিয়ে কান্না অভিমান
কাঁদবেই যখন কেন তবে অভিমানে ৷ কাঁদ তুমি অন্যের কষ্টে ৷
কাঁদতে পারো তুমি, কাতর কোন মায়ের আর্তনাতে ৷
কাঁদতে পারো তুমি দু'টি বালকের ক্ষুধার্ত আর্তি দেখে ৷
যেখানে ক্ষুধা মেটানো তাদের আশা ছিল ৷
কাঁদবে যখন কাঁদতে পারো তুমি........
বালকেরা যখন সভ্য পৃথিবী থেকে এক টুকরো রুটি পায়নি,
পেয়েছে রুটি হারাবার অধিকার !


সামান্য কারণে কাঁদবে কেন তুমি ৷
দেখ, শিশুরা চেয়ে আছে তোমার দিকে ৷
কাঁদবে যখন কাঁদো শিশু অধিকারে ৷
না হলে দেখ ঐ গাছটিকে যেখানে বেধে পেটানো হয়েছিল কোন এক শিশুকে ৷ কাঁদবে যখন গাছটি ধরে কাঁদ ৷
তোমার কান্নায় হয়তো সাড়া দিবে ৷
কাঁদতে পারো তুমি কোন নির্যাতিত নারীর কোন কাহিনী পড়ে ৷
যেখানে এসিড কিংবা আগুনে পুড়ে গিয়েছিল তার শরীর ৷


কাঁদতে তোমাকে নিষেধ করিনি নারী ৷ মাতৃভূমিকে
নিয়ে অঝোরে কাঁদো ৷ তোমাকে নিয়ে কাঁদবে
মাতৃভূমি ৷ আর কান্না নয় নারী ৷ এখন থামো ৷