অমর কিভাবে হয় পৃথিবীর বুকে
অজস্র কিতাব পড়ে বুঝতে পারিনি
অতলে যখন ডুবি দেখি শুধু চোখে
অনেক সমুদ্র ঢেউ যেন স্পর্ষ করি ৷


অহরহ বালি কণা এখানে সেখানে
অদ্ভূদ তাদের চলা দেখতে চেয়েছি
অল্প অল্প লিখে খাতা নিজস্ব চলনে
অফুরন্ত প্রাণ দিতে চেষ্টা যে করেছি ৷


অবাধ্য হয়নি-সত্য, নিন্দা করি মিথ্যা
অবাক হয়ে শুনেছি কুকুরের শব্দ
অসাড় হয়ে রাস্তায় নিজ দেহখানা
অমূল্য সম্পদ দামি ও-যে মনে রুদ্ধ ৷


অবশেষে কিতাবের শেষের পৃষ্ঠায়
অহরহ ভালবাসা দেখেছি নিষ্ঠায় ৷৷



অ স্বরবর্ণ যোগে চতুষ্পদ কবিতা ৷
ছন্দ- অক্ষরবৃত্ত
মাত্রা-১৪