১)
কবি, শুনছো ?
কোথায় তুমি যাচ্ছো ?
কি তুমি পাচ্ছো ?


২)
কোন আলোয় !
সাদা বোধ নেশায়
সর্বত্র দেখ ৷


৩)
কোন ধাঁধায় !
কলি যুগেও আছো
কঙ্কণ হয়ে ৷


৪)
কিছু প্রেমিক
কিছু সাথী, সন্ন্যাসী
কাছে পেয়েছো ৷


৫)
কর্ম তবুও
কোকিল কন্ঠে চলে
কর্কশহীন ৷


৬)
কুমন্ত্র মাঝে
কালো কাকেরা উড়ে
কন্ঠ দমনে ৷


৭)
করুণা দেখ
কোলাহল দেখেও
সরে পড় নি ৷