যখন তুমি বলেছো আমি কবি হয়ে উঠেছি
তখন আমি আমার কলম ফেলে দিয়েছি
কবি যদি হওয়া হতো এতো সহজ
মনের ঘুড়ি ঘুরতো অনেকের মনে
স্বপ্নগুলো বুণতো অতি সহজে
বিরাট একটি মন উড়তো দেহের ভাজে
গাড়ি হতো একটি নতুন যুগের আবিষ্কার
শব্দগুলো হয়ে যেতো পরিষ্কার
বৃক্ষ হতো মনের একটি রূপক
পাখিও হতো শব্দের একটি শ্রেণি
আকাশ হতো বিশাল এক পৃথিবী
বৃষ্টি হতো সকলের কাছে ঋণি
টাপুরটুপুর শব্দে সৃষ্টি হতো ছন্দ
টিনের চালে বৃষ্টি হতো ছন্দ
মনের কোনের বাজতো হাজার দ্বন্দ্ব
মানুষ পেয়ে যেতো নতুন মুখের ইতিহাস
কাব্যে তা ঘুরে ঘুরে বলতো নতুন কথা
আগামী হতো কবিতার স্বপ্ন দেখা
বিবেকগুলো ভাসতো
অন্যায় প্রতিহত হতো
কবিতায় তা হয়ে যেতো সুন্দর ভাবে প্রকাশ
এগুলো নির্বাচনে পৃথিবীটাই একটি ক্লাস
সাধনা দেখায়
সাধনা পর্যবেক্ষণে
সাধনা নিরবে
সাধনা একাকিত্বে বসে থাকে
একটি নতুন আবিষ্কারে
কোন দৈব হাতের জন্য
তার এ পথ চলা
কবি শুধুই কবি তার নিজ চলায় ৷