আমাদের মধ্যে তুমি আসো বারেবার
কোনকালে বোধ বেসে, কোনকালে পশু হয়ে জন্তু জানোয়ার রূপে ৷


মাঝেমাঝে ছিড়ে ফেলতে চাও
অনেক দিনের সাধনা কলিজাটাকে
ফুটো হয়ে যাওয়া হৃদয়টাকে সুপার গ্লু দিয়ে লাগানোর একটা প্রচেষ্টা থাকে মাঝে মাঝে ৷


পাখি হয়ে অনেক সময় কান দিয়ে ঢুকে যাও, কিচির মিচির শব্দ করে কানের পর্দাকে কম্পিত করতে থাকো
অনেক সময় কানের ভিতর রক্তক্ষরণও হয় অনেক সময় ফুল হয়ে মগজেও চলে যায়,
তবে কিছু দিনের জন্য  ৷


জলের তরঙ্গ রূপে উত্তাল ঢেউ সিডর কিংবা রোয়ানুর ভাষা শেখানোর এক মহৎ-ই উদ্যোগ মনের ঘরে বাসা বাধে ৷
তাকে পুনরায় দুর্বা ঘাস সাজিয়ে গরু ও ছাগলের মুখে দিয়ে আসো ৷
সেটা চিবিয়ে আনন্দ প্রকাশ করে পায়খানা ভরিয়ে দেয় সুন্দর অঙ্গে ৷
লোশন দিয়ে আবার দেহে জড়িয়ে বানাও রোদ থেকে মুক্তি পাওয়ার মেডিসিন ৷


মাঝেমাঝে গুলি করতে বলছো ধমনীতে থাকা রক্তের কনাগুলোকে
টগবগ হিংস্র প্রতিশোধ নেয়ার তুমুল বাসনায় গড়ে উঠা দলসমূহ
সেই গুলির আঘাতে ভালবাসা প্রকাশ করে যুগ আর যুগ, শতাব্দির পর অনেক শতাব্দি
তুমি যত আসো যত যাও দেহ ঝিল্লির ভিতরে
সংবেদনশীল থাকবে আত্মা মননে ৷


তুমি পারোনি রুখতে কাউকে, মুখোশের আড়ালে ৷
তোমাকে চিনেছি ৷ তুমি আর কেউ নও, শয়তান সৈনিক দীর্ঘ মেয়াদী কলামে ৷