‍‍কি আর লিখবো ভাই,
বসে থাকলে অনেক ভাবনা আসে মাথায়,
লিখতে বসলে আর নাই ।
              যখন আমি বসে থাকি,
              ভাব আসে কবি, কবি,
              কতনা ছন্দ ভর করে মাথায়,
              লিখতে বসলে সব বেমিল হয়ে যায় ।
আমি যখন গল্প করি,
সামনে থাকে কথার ঝুড়ি,
ছন্দের অভাব নাই ।
লিখতে বসলে কেমন জানি সবই হারিয়ে যায় ।
             যখন আমি হেঁটে চলি,
             রেল লাইন এর পথটি ধরি,
             মাথার ভিতরে কবিতার লাইন ভরি ভরি,
             আমি তখন করি তড়িঘড়ি,
             চলে আসি বাড়ি ফিরি,
             লিখতে বসলে সবই ভুলে যায় ।
তোমরা কি কেউ বলতে পারো ভাই?
আমার উদ্ভাবনি ভাবনা গুলো কোথায় চলে যায় ।
তোমরা যে যাই বলো ভাই,
আমার একটা উপায় চাই ।
যেমন করেই হোক, কবিতা লিখে,
আমার ভাবনা গুলো প্রকাশ করতে চাই ।
আমি কবি হতে চাই