আমি তোমার পথ পানে চেয়ে,
সেই; বসে আছি কবে থেকে।
তোমার চলার পথের আলো কি
গেছে মেঘে ঢেকে?
তোমার সেই; প্রথম দেখার পরে,
বন্দি করেছি মনের ঘরে।
তুমি আমার ভাবনার মাঝে,
থাকো সকাল সাঁঝে।
তোমার কি পড়েনা মনে?
এই আমার কথা মাঝে মাঝে।
আমি প্রতিটি রাতে তোমায় ভেবে ভেবে,
ঘুমিয়ে পড়ি তোমায় পাওয়ার আবেগে।
হঠাৎ তুমি স্বপ্নে এসে লুকিয়ে যাও ডেকে,
আমার ঘুমটি যায় ভেঙ্গে
তোমার, ঐ চাঁদ মুখ দেখে।
তুমিও কি আমার টানে,
ঘুম থেকে উঠ জেগে?
আমারে কি মিষ্টি করে দুষ্টু বল?
একটু-আঁধটু রাগে।


এসব কথা থাক আজ,
তুমি আসিলে তবে,
এসব কথা সেদিন হবে,
আগে বলো, তুমি কর কি এমন কাজ?
তোমার জন্য বসে আছি,
আমি সেঁজে মহারাজ।
এসেছে বাতাস, সাজিয়েছে পৃথিবীর ছাদ,
তুমি এমন আয়োজন করোনা বরবাদ।
তোমার জন্য বসে আছি সবে,
বলো তুমি আসিবে কবে?