আমার জীবনের ভোরবেলা থেকে নিজেকে চেনাবার জন্য খুঁজে চলেছি পৃথিবীর পথ।
এভাবে খুঁজতে খুঁজতে সকালবেলা পেলাম পথের দেখা।
দক্ষিন, পশ্চিম, পূর্ব, উত্তর কিছুই আমি চিনতাম না।
এক মমতাময়ী নারী আমাকে চিনিয়েছেন।
যাকে আমি সঠিক ভাবে চিনি নাই, চেনার চেষ্টাও করিনি কখনও।
তাকে পিছনে রেখে, তারই সাহসে পথ চলেছি, পৃথিবীর পথে স্বাভাবিক ভাবে, একবারও পিছু ফেরা লাগে নাই।
সমস্ত সকাল পথ চলে পা রেখেছি ঢাকা শহরে।
আজ সমস্ত ঢাকা শহর ঘুরে দুপুর শেষে বার বার মনে পড়ছে সেই মমতাময়ী নারীর কথা।
আমার মনে হচ্ছে আজ সঠিক ভাবে চিনতে পেরেছি সেই মমতাময়ীকে।
আজ তাই ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরে i love you বলতে।
জানি এটা আমার জীবনের ভোরবেলাতেই বলা উচিৎ ছিলো কিন্তু পারি নাই "মা" তুমি আমাকে ক্ষমা করো.........।