তোমারে আমি ভালোবাসি,
                        তাই কি তোমার এমন বাহানা?
বাহিরে প্রেমের রঙিন ডানা
                        ভিতরে প্রেম অজানা ।
বুঝেছি প্রিয় প্রেম না,
                        সবই তোমার ছলনা।
আমিই শুধু তোমার চাই,
                       তুমি মোরে চাহ না ।


বেশি ভলোবাসা পাও,
                       তাই কি ফেলে চলে যাও?
হেলা করে খেলা ভেবে,
                        বিরহের থালা ধরিয়ে দাও?
না বলে যেওনা,
                        কেন করলে ছলনা ।
বিরহের থালা দিয়ে হাতে,
                       তৃপ্ত কি তুমি হলে না?


ব্যস্ত মাঝে সময় করি,
                       শুধুই তোমার পিছু ঘুরি।
হাজার কোটি লোকের মাঝে,
                       তোমায় আমি চিনতে পারি ।
তবুও কেন পেলো না কিনার,
                       বল আমার প্রেমের তরী ।
কি এমন হত ক্ষতি,
                       হলে আমার জীবন সাথী ?
মন আমার মানে না,
                       ভুলতে তোমায় পারি না ।
কি জানি কি বুঝিনা ,
                        কেন করলে ছলনা ।