ওরে আর কত কাল ধরে?
জীবনে তোর থাকবে আঁধার ভরে।
পথ চল তুই সাবধান হয়ে,
হোঁচট খেয়ে যেন, যাসনে পড়ে।
পথ চল তুই, যতদিন না যাস মরে,
কত দিন আর, আলো থাকবে দুরে।


তুই কাটাস না যেন সময় বৃথা কাজে,
থাকিস না যেন বসে ঘরের মাঝে ।
আপন জনে ছেড়ে যদি যায় তোরে,
কি লাভ হবে চিন্তা করে?
স্বপ্নগুলো হঠাৎ করে,
যদি কভু যায় ঝরে।
আঁধার এসে পথের পরে,
যদি ভয় দেখায় তোরে।


জ্বালা বাতি বারে বারে,
হয়তো বাতি নিভতে পারে,
তবু তুই থামিস নারে ।
দেখবি একদিন আপন ঘরে ,
জ্বলবে বাতি একাধারে ।