প্রভাতের সুর্য আনন্দে রঙিন,
                       বিকালের সুর্য দুঃখের আগুনে পুড়ে হয় লাল ।
সকলকে একদিন আঁধারের মাঝে হারাতেই হবে,
                       আজ কিংবা কাল ।
       তবুও মানুষ মানুষকেই করে নাজেহাল ।


এমন সমাজ আজ গড়েছি সবে,
                        মাঝে মাঝে মনে হয় এই সমাজে মানুষ নয়,
      শুধু হিংস্র জুলুমবাজ অত্যাচারীরাই রবে ।
প্রশ্ন জাগে মনে, নেড়ি কুত্তার মত না থেকে,
                       সুন্দর জীবন গড়িবো কবে?
জানে কি কেউ?
       কখন একটা বিশুদ্ধ চাকরি হবে ?
ঘন কুয়াশার মত গভীর ছায়া জেগে উঠেছে মনে,
                        আমি বন্দি হয়ে গেছি যেন কোন এক ধুসর দেয়ালে।
সামান্য মানুষের মত বেঁচে থেকে, অসামান্য কাজ করে,
        চলে যাবো আমি মৃত্যুর ঘরে ।
এমন স্বপ্ন দেখে ঘরে বসে বসে বাবার সম্পদ নষ্ট করছি বরং,
       শুধু পারছি না ভাংতে কপালের জং।