আজি এই ঈদে
কিছুই তো নেই হাতে,
কি যে দিবো তোমারে,
সমস্ত প্রদিপ নিভে গেছে অন্তরে ।
চারিদিকে নিরব নিথর,
একলা আমি আঁধারে ভরা ছোট কুড়ে ঘর,
হাতরায়ে খুঁজি আঁধারের পর
যা কিছু পাই না কেন সবই দিবো তোমার ।


আজি সবে কর্ম জীবন শেষে,
ফিরিতেছে বাড়ি মুচকি হেসে ।
আজ কারো মেঘ নাই মনের আকাশে,
আনন্দ স্রোতে সব গেছে ভেসে।


আমি শুধু বসে আছি খ্যাপা মেঘের মত,
মনেতে নিয়ে কান্নার ধারা হর্ষ যত ।
সবাই প্রশ্ন করে মোর, বলনা কি হল তোর?
বলনা আমার সাথে কষ্ট যত তোর মনেতে,
আমাকে নিরব দেখে, রেগে বলে,
নিশ্চয় কামড় দিছে তোর কোন ছারপোকাতে ।
এমন কথা শুনে কান্না আসে চোখে,
বুকটা ফেটে যায় অভাবের দঃখে ।
সবাই যাচ্ছে বাড়ি ঈদের ছুটিতে,
কতনা করবে আনন্দ প্রিয়জনের সাথে ।
আমি শুধু একা একা আছি বসে টাকা নেই হাতে ।