দুঃখ সাগরে আমাদের জীবন ভেলা,
কন্ঠে আমাদের বিরহ গানের মেলা,
এতেই আমরা থাকি খুশি,
এতেই আমরা মিটাই মনের জ্বালা।


তবু আমাদের কেন ঘুম ছুটেছে?
সুখ নাই কেন মনে?
পথ ভুলে কেন হাটছি সবাই স্মৃতির-ব্যাথার বনে?


খাবার নেই, কেন? ক্ষুধা পেটে,এই না এই সাঁঝে,
কেন ভাবছি শুধু,মোরা কেমনে খাবার,
করবো জোগাড়, বিশ্বভুবন মাঝে।
কেন বাসাও আমাদের হয়নি বাঁধা,কেন ঘুমের ত্রুটি?
কেন ফুটপাতেতে ঘুমাবো মোরা,গাড়িদের দিয়ে ছুটি?
এমনিতেই কষ্টে থাকি অভাব-বীনার সুরে,
তারপরও কেন প্রাণ-পোড়ানো আগুন,বোমা,
কোন মতে বেঁচে থাকার চালে,
বেঁচে থাকার স্বাধীনতা কেন রাজ-পথেতে পুড়ে?
যুদ্ধ করে ছিনিয়ে আনা স্বাধীনতা কেন আজ,
আমাদের থেকে দুরে?