আমাকে দুঃখ দাও, আমাকে কষ্ট দাও, আমাকে যন্ত্রনা দাও, আমাকে মৃত্যু দাও।
পৃথিবীতে আসার আগেই আমাকে বিদায়ের টিকিট দাও,
জীবনকে চেনার আগেই জীবনকে ফিরিয়ে নাও।
তান্ডব সৃষ্টি কর চারিদিকে,
ধ্বংস করে দাও সবকিছু তুমি তোমার প্রয়োজনে।
প্রলয় সৃষ্টি করো তুমি আমার বুকের ভিতরে,
যেখানে হৃদয় বসত করে।
আমার মনকে ভেঙে টুকরা টুকরা করে,
মনের মাঝে বসত করা প্রেমকে ভিজিয়ে দাও হৃদয়ের রক্তক্ষরনে।
আমি পড়ে আছি মরুভূমি মাঝে,
হয়ে বড় ক্লান্ত।
হে রবির তাপ তুমি আমাকে করে দাও চির-শান্ত।
আমি যে ভূল পথে হেঁটে হেঁটে, ভুল ভালোবাসায় আজি মত্ত।
আমার যৌবন নাও নিয়ে,
যেন কোন ছবি না থাকে মনের ফ্রেমে।
আমি যে ভুল ভালোবাসার কাছে বিলিয়ে দিয়েছি বিবেক,
যত পারো আমাকে ক্ষত-বিক্ষত করো,
হৃদয়ে পুতে ব্যার্থ প্রেমের পেরেক।
আমারই ভুলের কারণে,
তোমরাও ভুল করে ফেলে দাও দুরে,
না হয় আমায় ভাসিয়ে দাও সমুদ্রের জলে, বেওয়ারিশ করে।
বলিতেছি আমি তোমাদের তরে দুটি হাত জড়ো করে,
ভুলে ভুল করা ভুলের অভিশাপ থেকে মুক্তি দিয়ে মোরে,
রেখে আসো কোন বাঁশবনে গুহার ভিতরে।