তুমি মনের সুখে,
আর দুঃখের ঝরা পাতা উড়িও না,
আমার মৌন-ঘর গেছে ভরে,
আর'তো কোন নেই জায়গা।


আমি'তো মানুষ এক রাত জাগা,
তুমি খুব ভোরে ঘুম থেকে উঠো না,
তুমি উঠলে, স্বপ্নের দ্বার যায় বুজে,
আমার যে ঘুমানো হয় না।


আমি'তো এখন যাযাবর এক স্বপ্ন হারা,
বাইতে এসে স্মৃতির ঘাটে, জীবন ডিঙা,
স্মৃতির ঘোলা জলে,
এখন আমার শরীর ভেজা।
তুমি'তো কভু ভিজো না।
স্মৃতির উত্তাল ঢেউয়ে,
ভিজলে তুমি,
কদম ফুলে সুখের-ভ্রমর যে বসবে না।