আমি নিত্য সকাল সাঁঝে, নিরবে একলা কাঁদি লাজে।
তোমরা যাও কল্যান কাজে, আমার সময় কাটে বাজে।
ভাবি যাবো তোমাদের সাথে, কর্মের ভার নিবোই হাতে।
আসিবো আমি মানব মাঝে, থাকিবো আমি কল্যান কাজে।
মানবের কল্যানের আশে, কেটে যায় সময় আলসে।
ভাবে আমার অলস মন, জড়ানো গায়ে ব্যার্থ বসন ।


যদি আরও কাঁটে সময়, বসিয়া বসিয়া ব্যর্থতায়,
আসিবে প্রভা আঁধার কায়, স্বান্ত্বনা কে দিবে আমায় ?
কে বলিবে নাশ কর অরি, আয় সুখেতে ধরণী ভরি।
কে,বা বলিবে ফেরাও মান, দিওনা আর মিথ্যা বয়ান ।
স্রষ্ঠা তোমারই চরণ, জানি আমি পরশ রতন।
তাইতো করছি স্বরণ, করো মোর লজ্জা হরণ।
পথরেখা যেন যায় দেখা, ঘুচাও ঘুচাও আবরণ।
কাঁদে হৃদয় ম্রিয়মান, কবে হবে জীবন মহান ।