মুচড়ানো গোঁফ দাঁড়ি মুখে,
ভাবছি বসে হাঁটুর মাঝে মাথা গুজে।
ঝিমঝিমিয়ে আসছে ঘুম,
বাঁজিয়ে বাজনা স্বপ্নের ধুম।
ঐ আকাশে তারার ফাঁকে,
আমায় যেন যাচ্ছে ডেকে।
আনন্দে তাই লুটিয়ে পড়ে,
গেছে গায়ে ধুলোই ভরে ।
হঠাৎ ভুলে ঘুমের ঘোরে,
মাখলাম ধুলা এই তিমিরে?


মিটমিটিয়ে জ্বলছে তারা,
কিসের তরে, কারে এমন দিচ্ছে পাহারা?
কেন এমন ঝিলমিলিয়ে,
ফুলের মতো জ্বলা?
ফুল ভেবে সব কুড়িয়ে নিয়ে,
গাঁথবো নাকি মালা?
পাগল আমি নিরব হয়ে,
গুনতে গুনতে তারা,
আলো-ছায়ার ঝলকানিতে,
হলাম দিশেহারা ।