ধীরে ধীরে সন্ধ্যা পেরিয়ে বেড়েছে রাতের গভীরতা,
সকলে কর্ম ছেড়ে ফিরেছে ঘরে,
তাইতো চারিদিকে এতটা নিরবতা ।
গোধুলির রঙে হলি খেলে ক্লান্ত হয়ে এক পাখি ঘুমিয়েছে আর এক পাখির ডানার সাথে।
ঠান্ডা ঠান্ডা ঘুম মিশ্রিত বাতাসে ঘুমে বিভোর হয়ে,
চাঁদও যেন গোধুলির রঙ মেখে ছড়িয়েছে আলো আঁধার তাড়াতে।


দেখো জোনাকিরাও আজ থেমে নেই জড়ো হয়ে,
মিট মিট জ্বালছে আলো বাঁশবনে।
তুলেছে সুর গাচ্ছে গান বলছে মনের কথা।
দেখো লক্ষ বছরের মৃত নক্ষত্রও ফিস ফিস করে করছে প্রকাশ হৃদয়ের গোপন ব্যাথা।


ওগো প্রিয়া তুমি চুপ কেন? মুখ খোলো বলো কথা।
শুনবো আমি হৃদয়ে তোমার কিসের দুঃখ গাঁথা।
খোলো মৌন মন্দির দ্বার,
আমি নিবো তারই ভার,
দিবো না কারো আসতে সেথা।
বলো, বলো তুমি, আমি শুনবো, আমি যে তোমারই শ্রোতা।