কান্না কেমন সে জানি না,
শুধু একা একা গগন পানে চাহি,
নিরব মৌন যুদ্ধে হার-জিতের নকশা আঁকি,
জানি না জীবনে আর কি আছে বাকি,
ভাবনার ফাঁদে জলে টলমল দু-টি আঁখি।


চেষ্ট করি রাখবো ধরে,
ফেলবো না আর কষ্ট ধোয়ার স্বাধের নয়ল জল,
বিরহ ব্যাথায়, সুখ পাওয়ার,
এটাই সম্বল।


অগ্নি ঝরা রবির তাপে,
হৃদয় আকাশ কেঁপে কেঁপে,
নয়ন গঙ্গা উঠে ফেঁপে,
জানতাম না প্রেমের দেশে,
নয়ন বারি ঝরবে শেষে।


কেমনে দোষ দেবো তোরে?
তুইতো ভালো বাসিস মোরে।
নিজে নিজেই গেলে ঝরে,
কেমনেই বা তুই রাখবি ধরে?


ভাসিয়ে তরি বৈঠা হাতে,
লুকায় যদি গভীর রাতে,
কেমনে তু্ই থাকবি সাথে,
রাখবি হাত এই হাতে?


যাহোক তুই যা দুরে,
ভোল দুঃখ ইচ্ছা সুখে।
ভাবিস না যেন আবার,
কৃষ্ণ আমি তুই রাঁধা,
আমি যে স্বপ্ন সুখের স্বস্তির হাসিতে,
দিই বাঁধা।..............................