আমি  প্রেম চাই না,
চাই না সুখ,
চাই না তুমি আমার পাশে থেকে ভাগ করে নাও আমার অসুখ,
আমি চাই না মৃত্যুর পথে আমার শুকনা ঠোঁট তোমার জলে ভিজুক।
আমি চাই না আমার মরা দেহের পাশে তোমার অশ্রুজলে করুণ সুর বাজুক।
শুধু চাই তোমার হাতের একটুকরা সাদা কাপড়ে, আমার পাপী দেহের সাথে, ঘৃণীত মুখের সাথে, সমস্ত দুঃখ ঢাকুক।
আর এটা কি তোমার কাছে আমার অনেক চাওয়া?
হে বিধাতা !
যদি তাই হয়, আমাকে জলদি করে দাও ক্ষয়.............
হে প্রলয় ! আমার বক্ষ ভেদ করে থামিয়ে দাও প্রিয়ার মনের সংশয়।