দাদা, আমি ধর্ম বেচে খাই।
বছর শেষে উরস করি- নগদ কড়ি বাহারি উপঢৌকন পাই
মাহফিলে ওয়াজ করি- মোটা অংকের সম্মানী পাই
দাদা, আমি বাবা জগন্নাথের প্রসাদ বেচে খাই।
পূজা বেচি মন্দিরে, ক্রশ বেচি গির্জায়,
যীশু কৃষ্ণের নাম করে অনেক অর্থ কামাই
আমি তিন পটকের চক্করে হাট বসাই প্যাগুডায়
দাদা, আমি গৌতমের শান্তি বেচে খাই।
আমি ব্যাক্তিত্ত বেচি বারংবার , সততা বেচি সস্তায়  
ইস্কুলে তেল বেচা শিখেছি আজো সর্বত্র বেচে যাই
দাদা, আমি তেল বেচে খাই।
আমি বিচার বেচি আদালতে আইন বেচি রাস্তায়
মাথা খাটিয়ে রাজনীতি বেচি, ক্ষমতা কামাই
ক্লাসরুমে অযোগ্যতা বেচি, আছি এক মহান পেশায়
দুর্গন্ধ ছড়ানো শিল্প বেচি - বই, নাটক, সিনেমায়
দাদা, আমি কলা বেচে খাই।
চ্যানেলে চ্যানেলে খবর বেচি আরো বেচি পত্রিকায়
দাদা, আমি সব বেচা কেনার সংবাদ বেচে খাই।
আমি ভেজাল বেচি পণ্যে, শরীর বেচি গোপনে
সুযোগ পেলেই মগজ বেচি, বিশ্বাস বেচি চিপায় চাপায়
দাদা, আমি বিবেক বেচে খাই।
( বুধবার ১৩ই শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ )