রাতের আধারে চারিদিকে অন্ধকার কূপ
একাকী পথে অজানায় সূদুরে ঘরহীন বাউল
বর্ধিষ্ণু খেয়ালে কতশত প্রয়োজন আর আয়োজন
আহা, জীবন-যাপন!
পথে পথে কী ভীষণ বিব্রতকর অস্তিত্ব
থেকে থেকে কেঁদে ওঠা দিবাস্বপ্ন আর দুখের কলঙ্ক
সম্পর্কের মাঝে কিছু সুক্ষ ভুল
শরীরের নিঃশ্বাসের মতো হারিয়ে যাওয়া বিশ্বাস
ভয় আর দ্বিধায় ঘাট থেকে ঘাটে মরে যাওয়া প্রাণের ফসিল
সৃষ্টি-অবসাদ-মৃত্যু আর নিঃসঙ্গতা।


দূর্দৈবের রাজপথে শুকিয়ে যাওয়া নষ্ট বীজের ভ্রুন থেকে জেগে ওঠা পুরোহীত
প্রত্যহ হৃদয় ভাংতি করে কেনে ফুঁসে ওঠা 'বর্ণ-উনুন'
জ্বালামুখে জ্বলবে স্নায়ু,মগজ, অন্ধকার সব বিরামচিহ্ন
পতিত হবে ইতিহাস, হাতবদল হবে সব চিত্রনাট্যের।