তুমি সংযোজন তুমি অসম আশার সমীকরণ!
তুমি জয়ন্তীর জয় জয়াদ্রিতা,
তুমি রুপজ কামজ রহস্য-মহিমার এক অপরুপ চিত্র
তুমি জোজো, চির ঝংকৃত  সুরে একটি ছন্দ দ্যোতনা
তুমি  নিটোল নিভাজ এক নান্দনিক আরাধনা।
তুমি রমণী কামিণী পিয়া রূপসী অঙ্গনা বামা
তুমি পার্বতী তুমি গঙ্গা, তুমি  উর্বশী ভেনাস, তুমি মেনকা
তুমি পূজারীর প্রতিমা,পদ্মকলি পূর্ণস্তনী ঘর্মাক্ত  যুবতী
তুমি প্রেমময়ী কবির কবিতার খাতা প্রানের আকুতি,মনের মিনতী
তুমি ঋতুমতী নারী, বর্ষার ভরা নদী, ফসলপুষ্ট উর্বর মাঠ
তুমি ব্যর্থ হৃদয়ের সফলতা, চাতক হৃদয়ের খোরাক
তুমি পরাজিত প্রেমিকের প্রাণের পিপাসা মিটানো মিষ্টি প্রেমের আলাপ
তুমি সকালের কোমল উজ্জ্বল আভা, রৌদ্রে ছেঁকা জাফরান
তুমি চেতনার চন্দ্রিমায় স্বপ্নের সজীব এক সংবিধান
তুমি পরানের গহীনে  প্রেম পরম নিবেদন,
তুমি  দুদন্ডের স্পর্শের প্রশান্তি,ঝড় তোলা ভালবাসার অভাব পূরণে নিত্য প্রয়োজন
তুমি যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীর মুক্তির নিশান
তুমি  তনু, দূর সমুদ্রে জেগে থাকা কৃষ্ণ দ্বীপ
তুমি বাহান্ন তাসের খেলায় টেক্কার-ত্রয়ী, গোলামের ট্রাম
তুমি নব শান্তির পরিসীমা, যোগ্য পুরোহিতের আবেগ মোহিত প্রনাম!
              ( অসম্পূর্ণ )