সৃষ্টিকর্তার দান করা জীবন,
মাতার গর্ভে তার ধারণ।
নির্দিষ্ট সময় পর দুনিয়ায় আগমন-
তারপর বাবার ভরণপোষণ
মায়ের অপরিমেয় আদর যতন
তরতর করে বেড়ে ওঠা, তরু লতার মতন।
আপন ভালো বুঝতে শিখন
স্ব হস্তে কষ্টের উপার্জন
পাপের জগতে আনন্দময় পদার্পণ।
লাগামহীন ঘোড়ার মতন সর্বকর্ম সাধন।
বার্ধক্য না আসা পর্যন্ত নিশ্চিন্তে বিচরণ।
বার্ধক্যে বাধ্য হয়ে আত্মসমর্পণ,
জীবনের সকল পাপ উপলব্ধিকরণ!
বিধাতার কাছে সাধুর মতো ক্ষমা নিবেদন-
অতীত জীবনটা স্মরে মৃদু হাসির একটু ক্রন্দন!
অতঃপর ভীরুর মতন মৃত্যুকে আলিঙ্গন!