কহিল উপেন- 'লাভ নাই'
ভাবিল ভুপেন- এই বাক্যের মতো জটিল অংক কভু দেখি নাই!
ঘুম নাই  ঘুম নাই ঘুম নাই
দিন কয়েক বাদে বুঝিল ভুপেন- সে অংকই শেখে নাই !
জগতে সকল অংক সমাধানের সুত্র ওই একটাই-
অর্থ বাঁজারে লাভ আছে , না নাই।
এবার ভাবিল কবি- এই কাব্য রচনায় লাভ নাই !
হাসিয়া কহিল কেউ- 'অনেক লাভ আছে ভাই'
নির্বস্তুক লাভ সকল বাজারে যার দর নাই !
আওয়াজ আসিল- আরে বোকা, তাহলে লাভ নাই!
আসলেই কি তাই? লাভ নাই !
আরে বাহ্‌ ! অনুভূতির দেখি লাভ ক্ষতির খতিয়ান থাকা চাই !
ঘুম নাই, লাভ নাই
তবুও ভাল থাকা চাই,
অজস্র লাভ ক্ষতির হিসেবের খাতার প্রতিটি পাতায় পদচিহ্ন ফেলতে চাই
কাব্য নয় শুধু, মহাকাব্য রচিতে চাই- ' লাভ নাই '
ঘুম নাই ঘুম নাই ঘুম নাই ঘুম নাই
নাই ঘুম, লাভ চাই-
আমার অনেক লাভ চাই।