অজ্ঞাত গজবের মত নিঃসঙ্গতা,
যতোটা আঁধার পেলে একটা রাত একা হয়ে যায় ততোটা ।  
বিপন্ন আয়োজনে দীর্ঘ নিঃশ্বাসে অচেনা অসুখের ঘ্রাণ
ভয়ে কেঁপে উঠি, বিলীন হতে থাকি
পুড়ে পুড়ে গলে গলে উড়ে যায় ভেতরের অসহায় মোম
বুকের করাত কলে কেটে যায় মনের ভাঁজের মমতার ফসলী মাটি।
স্মৃতির মগজে স্বপ্নের অনুরণনে ফেরারী অতীত জল রঙে এঁকে যায় নীল ছবি,
নরম শিউলির মত সরল রঙে রাঙানো আমার ভাঙা সংসারের ছবি।