উদ্ভট অভিসন্দর্ভের পিঠে চড়ে-
নিঃস্তব্ধতার অলিতে-গলিতে আমার গমন এবং বিচরণ
অন্বেষণের অনন্ত বিষাদে নিয়তির মুখোশে-
ব্যাঘ্রপাগলপারা আমার দ্বিধাসম্মত সদয় সময়।
বিদ্বৎসমাজের  বিদ্যায়তনিক ছায়াপথে বিষাক্ত কাদা-মাটি-জল,
চুপিসারে কয়েক লক্ষ ছোবলে ক্ষত-বিক্ষত  আমার হৃৎপিণ্ড
ছিন্ন বা বিচ্ছিন্ন জীবনের  নিরালম্ব নরকতোরণে ব্যর্থতার টব।
বোধের মর্মস্থানে  বিষন্ন ভায়োলিনে ভাষাহীন অসহায়ত্বের সুর
সইতে না পারা হৃদয় তন্ত্রীতে  কেঁদে মরা অবলুণ্ঠিত চাঁদ
লুপ্ত-পূজাবিধির ন্যায় নিঃশেষ মৃত্যুকথার ক্যামোফ্লেজে অপূর্নতার মিথ্যা সান্ত্বনা
ক্রমশ অন্ধকারে পুড়ানিয়া প্রয়োজনে-
অসংখ্য নিদ্রাহীন আয়ূর্বেদিক অক্ষরে  একরোখা স্মৃতি সব
পরিস্থিতির কবলে ভাবনার আলপিনে-
পতন শূন্য ক্ষত-বিক্ষত  সূত্রের এক ঐন্দ্রজালিক ক্যালকুলাস!