সেই কোন ভোরে তুমি হাতুড়ি ধরেছ
        ছাড়ার নাম নেই এখনো?
আমাদেরই জাতভাই হাতুড়ি
         ক্রমাগত পিটনের ফলে ক্লান্ত৷
আর আমরা বারংবার রূপ পরিবর্তনে
         নিজেদেরই চিনতে অক্ষম৷
আর তুমি কখনও কারো প্রেম ভালোবাসা পাওনি
              কেন বলতো?
কারন তুমি নিজেকে ভালোবাসতে শেখনি৷


                 এই মধ্যরাত্রির সময়
                    তুমি বিধ্বস্ত
তোমার সারা শরীর বেয়ে বয়ে চলেছে অঝোরে ঘাম,
                আর তোমার ঔ হাত দুটিও ক্লান্ত,
  পেতে চাইছে একটি বারের জন্য বিশ্রাম
কিন্তু তোমার সেই একটাই নেশা........
         শুধু টাকা, টাকা আর টাকা৷
তুমি শুনতে পাচ্ছনা আমাদের গোঁঙ্গানির শব্দ?
     হয়তো পেলেও গ্রাহ্য করছো না৷
       হয়তো জোটবদ্ধ হলে
তোমাকে গদিচ্যুত করতে পারতাম
          কিন্তু আমরা পারিনি
         কারন,
তোমরা মোটা মুনাফার লোভ দেখিয়ে,
প্রানের ভয় দেখিয়ে আমাদের ঠেকিয়ে রেখেছিলে৷
তবে আজ আর চুপ থাকবোনা,
প্রানের ভয়েও ভীত হব না৷
এমনটা তো আর চিরকাল ধরে চলে আসতে পারে না৷
সমস্ত কিছুর বাধা অতিক্রম করে আমাদের জোটবদ্ধ হতে হবে,
      হানতেই হবে আঘাত
দরকার হলে রক্ত ঝরাতেও রাজী আছি৷
তবু তোমায় সিংহাসনচ্যুত করবই,তবু
"কী কহিছ ভাই আমি হব তুমি,এই প্রেম সহি যদি?
পিটনের গুনে লোহা কবে হায়,পাই কামারের গদি"৷


       ———————————০————————————
মরুকবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের "লোহার ব্যাথা" কবিতাটি খুব অনুপ্রানিত করে আমাকে৷
তাই এই কবিতা টি প্রকাশ করলাম