গঙ্গার এই ঘাটটা বড়ো বেশি চুপচাপ,
ভাগ্যিস !


না হলে কত কথাই আজ জলে ভেসে যেত।
যে কথা কেবল আমার-তোমার... আমাদের ছিল।
পড়ন্ত বিকেল ছিল একমাত্র শ্রোতা
সাক্ষী ছিল, সেই খোঁড়া পায়রা আর উদাস শালিকটা।
কতদিন ডুবন্ত সূর্যের আলোয় রাঙিয়ে নিয়েছি আমাদের ফিকে স্বপ্ন
ভাগ্যিস সে কথা আজ আর কেউ মনে রাখিনি।
আজ তো 'আমাদের' শব্দটা উদ্বাস্তুর মতো ভাগাভাগি পড়ে আছে;
পড়ে আছে সেই গঙ্গার ঘাট, মনকেমনে বিকেল, আর
সম্মোহনী ফাগুন হাওয়া...


যে হাওয়া শুধু জানে, একদিন দুটো অলীক ছায়া
এই ঘাটে বসে বুনেছিল তাদের আগামী বসন্ত।।