কিছু বৃষ্টি আজ পড়ুক আনমনে
কিছু পথ পড়ে আছে আপনমনে।


যা কিছু দামি, সেসব পড়ে থাক আস্তাকুঁড়ে
যা কিছু প্রাঞ্জল, আজ কুড়িয়ে পাক ভবঘুরে।


হাত বাড়িয়ে ছিল যে শিশু অনাথ আশ্রমে
হাত ধরুক কোনো পিতা,তার নিজের নামে।


হাঁটা তো হল অনেক,এখনও হাঁটবো কিছুটা
হাঁটা তো তোমারও বাকি, অপেক্ষায় সমস্ত পৃথিবীটা।


গান লিখলাম,খুন করলাম, কবিতা নিয়ে হল অনেক কথা
গান গাইলাম, ধর্ষণও করলাম, শুধু ভাগ হল না কিছু ব্যথা।


ব্যথা কি শুধুই তোমার, নাকি ব্যথারও আছে কোনো কথা
ব্যথা জেগে ওঠে তরবারি হয়ে, কাটা পড়ে পাঁচমাথা।


পথের বাঁকে যুদ্ধ হয়, ঘরের কোনে হয় পাঁচালী
পথের রক্ত মাড়িয়ে  যায় যুগে যুগে শুধু পাঞ্চালী।।