আমরা নারী আমরা সবই পারি
সমর সম্মুখে ধরতে পারি তরবারি।
অবলার বল নাহি নয়ন জল
প্রয়োজনে বহাতে পারি প্রবল রুধির ঢল।
আমরা লড়ে যাই শান্তি ও সমরে
নারী, বিধাতার অপার দান অবনী পরে।
রমনী আর অবনী পরে নাহি দুর্বল
কেমনে ভাবিস ঘরের কোণে ফেলবে আঁখিজল।
কাজল আর মুছবেনা নয়নের জলে
রইবেনা নারী আর কারো করতলে।


রচনাকালঃ ১৭ এপ্রিল ২০১৯ ইং
কবি মল্লিকা রায়ের কবিতা পড়ে রচিত কবিতা।