মাগো বলতে চাই সাহস করে তোর মুখের ও বোল
গাইতে চাই তোর গান, বাজায়ে বাংলা ঢোল।
তুই যেমন আপন মাগো আপন তোর ভাষা
তোর ভাষাতে করি আপনার কান্না,হাসা।
জননী তুই জান আমার প্রাণ তোর বোল
শান্তির বাগ যেন ধরায় তোর আপন কোল।
ভাষার তরে জগৎ জুড়ে কে দিয়েছ প্রাণ?
আমরা তোর সাহসী ছেলে ”বাংলার সন্তান”।


রচনাকাল ২৮/১১/১০১৯ ইং