চির-অসীম সদা-বিদ্যমান সৃষ্টিশক্তি তার
তিনি মহাবিশ্বের অধিকর্তা আল্লাহ আকবার।
জীবন প্রবাহে মরন দাতা তিনি মহা মহীয়ান
যার হুকুমে আসিবে আবার জীবনের উত্থান।


চিরন্তন, চির অধি ঈশ্বর স্বর্গ সুখের মালিক
সকলের তরে সদা জাগ্রত তিনিই মহান খালিক।
আলোক আকাশ, মৃদু বাতাস সবার তরে সমান দাতা
অসহায়ের সহায় তিনি মহান বিধাতা।


মোর আকুলিত আঁখি যুগল তব প্রেমে ছলছল
আশা বাঁধে ঘুমে ও জাগরণে হেরিব ঐ রুপ লহরী।
আজন্ম বিচলিত মম তনুপ্রাণ অবিচল তব শানে
ঠাঁই দাও দাও মোরে অদেখা চরণে।


তোমার অদেখা চরণ স্মরণ রেখা ধরে
ইহকাল হইতে পাড়ি দিতে চাই পরপারে।
চির অসীম পথের বাঁকে বাঁকে
সাড়া দিয়েছো মোর আকুল ডাকে।


তব নাম জপে প্রাণ বায়ু যাক টুটে
জড় অজড়ে সেই নাম কুসুমের মতো উঠুক ফুটে।
প্রাণ পাপিয়া ভয়ে কাঁপিয়া হোক দিশেহারা
হাবিয়া দোযখ যাক নিভিয়া পুলকের অশ্রু দ্বারা।


তৃষিত আঁখিদুটি বলে যায়
অদেখা তোমারে দেখিতে চায়।
যার কাছে দোয়া মাগি
যার তরে রাত্রি জাগি।


সেই তো সুজন মোর যিনি দানিয়াছেন তনুপ্রাণ
সেই তো সুজন মোর গেয়েছেন জীবনের জয়গান।
কলংক আড়াল করে অবলীলায় করে রহমত বর্ষণ
তারেই দেখিতে চাহে মোর আকুল দু নয়ন।


হাজারো পুষ্পের শোভা অবারিত রুপ প্রভা
মোর তরে যিনি দানিয়াছেন ক্ষণ প্রভা।
আমারে তুমি দিয়েছো উজার করে
পাথরের মতো নিথর আমি বুঝিছে অনেক পরে।


রচনাকাল ঃ ০৬/০৫/২০২২ ইং নিজ বাড়ি।