হে অনন্ত পথের যাত্রী
পৃথ্বির বুকে আসিছে ভয়াল রাত্রী।
হঁশিয়ার হঁশিয়ার মানুষ দুনিয়ার
কখন যে খুলে তব অনন্ত দ্বার?
তব এখনও চলো সুপথ ধরে
আপনার চেতনায় পৃথিবীর পরে।
কেন হিংসা , কেন এতো রিপুর তাড়না
হে অনন্ত পথের যাত্রী আসিছে যাতনা।
তব দ্বারে
বাজে রণ কাঁসর বারে বারে
হায়দারি হাঁক হেঁকে আয় একে একে
শুনতে কী নাহি পাও অনন্ত কাল ডাকে?
ও মন্দের মসনদ হতে এসো হে মানুষ  নেমে
মহাকালের চেতনার  ধ্বনি যায়নি কো থেমে?
মিলের খিল গিয়েছে রুদ্ধ হয়ে
কালের কারাগারে বন্দী পড়েছে নু্য়ে।
রচনাকালঃ ১০/১০/২০২২ ইং