আত্মার আঁধার কর হে আড়াল
পূত বিভুর নামটি লয়ে।
এধরাধামে দমেদমে চল হে সামনে
কেন গো পড়ে রহো পশ্চাতে ভয়ে ভয়ে।
তোমরা তো এ পৃথ্বির বীর জাতি
সাহসী মুসলমান কর তাই আহবান।
গাইতে হবে সকল অনুভবে অভয়ে
জীবনে মরনে ইসলামের জয়গান।
তব তনুমন প্রাণ কর হে দান
সতত পূত বিভুর অদেখা চরণে।
চালাও তব জিন্দেগী অবনী পরে
ছিড়ে ফেল জিঞ্জির যাহা আছে তব চরণে।
ঐ শিকলে বাঁধবে কে সাহস আছে কার
তোমরা তো হে বীর জাতি নশ্বর দুনিয়ার।
নাহি ডর ভয় হবে জানি জয়
যাবে এগিয়ে স্বপ্ন চোখে থেকো সবে হুঁশিয়ার।