একখান ভাতের যুদ্ধ হবে
একখান পানির যুদ্ধ হবে।
একখান তেলের যুদ্ধ হবে
সবকিছুর যুদ্ধ হবে শুদ্ধ হবে কবে?
এই পৃথিবীর বুকে বলো শান্তি আসবে কবে
সবকিছুই বুঝবি মানুষ যেদিন মরন হবে।
ভন্ডদের ভন্ডামিতে চোরাদের চোরামিতে
শান্তি নাই আর ,পৃথিবী গুমড়ে কাঁদে।
কোটি ভ্রূনের সাথে যুদ্ধ করে
অ, আ থেকে এম, এ পাশ করে,
এখনোও শুধু শিক্ষিত তুমি বলে
বিবেক ঠিক গিয়েছো ডোবার জলে।
কৃষাণ /কৃষাণী করেনি কেরানীগিরি
কে করল বলো পৃথিবীর সম্পদ চুরি।
এ প্রশ্ন ‍বারোমাস।
এম, এ পাশ নাকি লাঙ্গল পাশ
কলমের খোঁচায় কে ভরে খাঁচায়?
মানুষেরে কে বল পুতুলের মতো নাচায়?
যারা বিমান উড়ায়
উর্দ্ধ আকাশ চূড়ায়।
কার টাকা ভাই আহলাদে
বারো মাস ওরা ফুরায়?
আবার বলছি,
একখান ভাতের যুদ্ধ হবে
একখান পানির যুদ্ধ হবে।
একখান তেলের যুদ্ধ হবে
সবকিছুর যুদ্ধ হবে শুদ্ধ হবে কবে?