মাগো তোমার খোকা বড় হলো
ঘুচলনা তবুও দুঃখ তাঁর।
স্বদেশে বুঝি পরবাস মোর
বন্ধ যেথা সকল দুয়ার।
লক্ষ্য ছিল বক্ষ মাঝে
ঘোচাব মাগো দুঃখ তোমার।
সেই আশাতে ছেড়েছি ঘর
আপন করিয়া হায় পর।
তোমার বড় খোকা বড় বাবু
চালায় দামি গাড়ি।
পাইনা মাগো মাইনে যেমন
কেমনে যাব বাড়ী।
আমারও মা সাধ জাগে
করব তোমার সেবা।
তোমার মতন আপন স্বজন
আছে ধরায় কেবা।
সাধ আছে মোর সাধ্য নাই
বাধ্য হয়ে থাকি দুরে।
দোয়া কর মাগো মোর
আসব আমি তোমার কাছে সকল বাঁধণ ছিড়ে।
নাইবা থাকুক টাকা কড়ি
না্ থাকুক মোর কিছু।
সকল কিছু ছাড়ব মাগো
ছাড়বনা তোমার পিছু।
বড় খোকার মত যদিও
দিতে পারিনা কোন টাকা।
আপনার কাছে নীচু আমি
হৃদয়টা মোর ফাঁকা।
বাবুল আমার বাধ্য ছেলে
গর্ব করব বলতো বাবা।
পাড়া পড়শি এসব শুনে
দিতো মোরে বাহবা।
আসলে আমি অভাগা এই অবনী পরে
এখনও কিছু করতে পারিনি মা বাবার তরে।


রচনাকালঃ ১৯ নভেম্বর ২০১৯ ইং
সময়   : সন্ধ্যা ৭:১০ ঘটিকা।