মানবতার মুক্তি
রনি ই রানী


ভিন্ন মত জাত পাত চিরতরে নিপাত যাক
ধরার বুকে অবলীলায় মানবতা মুক্তি পাক।
আমাদেরকে আনতেই হবে মানবতার মুক্তি
বসুধা বক্ষে জাগ্রত হোক মানব একতার শক্তি।


চিরচেনা আবর্জনাময় হিংসার স্তুপ গুলো
জাগো মানুষ জাগো প্রীতির আগুন জ্বালো।
মানব বিজয় কেতন উড়বে আবার উড়বে
মানুষের তরে পৃথিবীর পরে মানুষ ঠিকই লড়বে।


ক্রোধানল নিভিয়ে দাও প্রীতির অশ্রু দিয়ে
স্রষ্টার শ্রেষ্ঠ মনুষ্যকূল এসো সবে এগিয়ে।
বন্যদের অকারণে ঘৃণ্য অসদাআচরণ
পৃথিবীতে এনেছে জানি অসার মহারণ।


অসুর দল পশুজাত যুগে যুগে রেখে যায়
মানব নামের দানব মূর্তি আড়ালে শোভা পায়।
সুশোভিত সুফলা বসুধা বক্ষে জাগ্রত হায়েনার দল
মানব বক্ষে বয়ে দেয় অদৃশ্য রুধির ঢল।


শেখেনি ওরা কোনকালে পূত সদাচরণ
সদা জাগ্রত হায়েনার মতো কুক্ষণে আচরণ।
জীবন নিয়ে জীবনের সাথে যুদ্ধ যুদ্ধ খেলে
মানবতার মুক্তি চাই  অবহেলে নভোতলে।


রচনাকাল ঃ ০৪/০৫/২০২২ ইং