ও বন্ধুরে
(রনি ই রানী?


ও বন্ধু রে
তুমি কেন বুঝলানা আমারে?
ভালোবাসলাম তোমায় আমি
মন প্রাণ সঁপিয়া।
পলকে যে পর হইলা
দেখলানা ভাবিয়া।
মানব নামের  দানব তুমি
পাষাণ তোমার হিয়া।


চাঁদ, সুরুজ, গ্রহ তারা
সাক্ষী সেদিন ছিল তাঁরা।
বলেছিল যাবেনা তো
আমারে ভুলিয়া
ঠিকই তুমি দুরে গেলে
আমায় পর করিয়া।


প্রেম বিরহে পাগল আমি
তাই তো করি পাগলামি।
তুমি বন্ধু ভুলতে পারো
নতুন বন্ধু পাইয়া।
ভুলিতে পারিনা আমি
শোনরে নিঠুরিয়া।


বুক ভাসে রে নয়ন জলে
এভাবে কী জীবন চলে?
তোমার নামে ধরাধামে
মন মজেছে তোমার প্রেমে
তুমি ছাড়া আঁধার জীবন
মরব ফাঁসি দিয়া।


রচনাকাল ১০/০৫/২০২১ ইং ঢাকা।