আমি লালমনির ছেলে
তুমি বগুড়ার মেয়ে।
বিধাতার কাছে তোমায়
নিলাম যেন চেয়ে।
সতী নারীর পতি হলেম
দিয়ো তারে মান।
তবে তোমায় বাসবেন ভালো
খোদা মেহেরবান।
স্বণ কারে স্বণ`চেনে
কষ্টি পাথর দিয়া।
তোমায় আমি চিনলাম সখী
দিয়া রে মোর হিয়া।
চিত্ত মাঝে নিত্য বাজে
তোমার গানের সুর।
তোমার কিন্তু আছে ললনা
কণ্ঠ সুমধুর।
আমি যে গরীবের রাজা
তুমি তার রানী।
তোমায় বিহনে এই জীবনে
ভরবেনা মোর চিত্ত জানি।
মনের দামে মন কিনেছি
এইনা ধরাতলে।
সত্যি আমি ভোলা ভালা
লালমনির ছেলে।
টাকা কড়ি নেই তো মোর
নেই তো দামি গাড়ী।
তবুও তুমি সুখী হবে
কেননা তুমি সতী নারী।
ভালবাসা ছাড়া মোর
কিছুই দেবার নাই।
বুকের মাঝে একটুখানি
ঠাঁই দিও গো তাই।
সুখে -দুখে মোর পাশে থেকো
দিও মোরে ভালবাসা।
তোমায় নিয়ে গড়ব অঙ্গনা
ছোট্ট সুখের বাসা।
হাত দুখানি ধরে তোমার
দিলাম আজি কথা।
বেঁচে থাকতে এ জীবনে
দিবনা তোমারে ব্যথা।
নইতো দামি কি দেব আমি
দেব শুধু খোঁপায় ফুল।
দু চোখ ভরে দেখব আমি
তোমার ঐ মেঘকালো চুল।