আমি ব্যস্ত নগরীর সাদা গোলাপ
তবুও আমাকে কেউ দেখেনা ছুঁয়ে,
নিতে আসেনা আমার সুবাস।
ব্যস্ত নগরীর নদী খেঁকো মানুষ গুলো
ভাবেনা ফুলের সুবাস নিয়ে।
যেখানে বাতাসে মিশে আছে,
অপরিমেয় সীসা।
কালো ধোঁয়া আর ধূলোর প্রলেপ
আমার সারা গায়ে।
নগরীর আধুনিক মানুষ গুলো
কেড়ে নিয়েছে আমার রং ও রূপ।
পঁচা নালার পাশেই বেড়ে উঠেছি,
যেখানে ময়লা আর দূগন্ধে ভরা।
কিছু অসভ্য মানুষ আমার কাছে আসে
তবে সুবাস নিতে নয়,
প্রকৃতির ডাকে প্রসাব করতে।
ব্যস্ত নগরীর মানুষের অসভ্যতা দেখে
আমি বিস্মিত হই।
এরা নাকি শ্রেষ্ঠ জীব
তবে কেন নেই এদের চেতনা?
নাকি শ্রেষ্ঠ হওয়ার ভান করে
আমি পাইনা খুঁজে তার কারন।
আমি ব্যস্ত নগরীর সাদা গোলাপ
আমার আহাজারী শোনেনা কেউ,
ওরা মিছেই ফুলের রাণী বলে আমায়।
তবে হ্যাঁ, ওদের আহাজারী আমি শুনি,
এরা কেউই সুখী নয়।
কেননা অন্তরটা এদের শূণ্য।
এরা সদাই ছুটছে টাকার পিছু,
ঘুষ নিয়ে গড়ছে টাকার পাহাড়।
কালো টাকার উত্‍স আমি জানি,
এসবের নীরব সাক্ষী ।শুধু বলতে পারিনা কিছু,
কেননা আমি ব্যস্ত নগরীর সাদা গোলাপ।