কত বাসনার ফুল ফুটিলনা
জীবনে এক ফোঁটা সুখ জুটিলনা
রইলাম ডুবে তিমিরে ।
কত আশা যে দুরাশা হল
চেনা কতজন অচেনা হল
আমার বেলায় ওরে ।
মরা থেকে বাঁচায় মোরে
দুঃখ দিলে বুকটা ভরে
এই অবনী পরে।
আমার কাছে আমি আপন
দুঃখ সদা করি গোপন
অন্য সবার থেকে
দুঃখের ভারে রাস্তা ধরে
চলছি একে  বেঁকে।
আমি ক্লান্ত পথিক
ছুটছি দিগ্বিদিক
একটু  সুখের আশায়।
ওরে তোরা হাসিস কেন
আমার দৈন্য দশায় ?