অত্যাচারী হায়নার দল
হেসেছে কেবল খল খল
পিপাসায় চেয়েছিল  খেতে
মরণের আগে সে জল ।
হায়েনারা দেয়নি খেতে
খেতে বলেছিল  দেহের ঘাম
মরণের  আগে  কত আকুল আবেদন
ওরা হায়েনা, দেয়নি তার দাম।
হায়রে হায়েনার  দল
মিছে কেন করলি এত ছল?
ও যে কিশোর
ও  যে সবার রাজন
খুলতে পারেনি হাতের বাঁধন
খেয়েছে কেবল মার ।
অতটুকু বাচ্চা ছেলে
সইতে পারেনি নিঠুর অত্যাচার ।
হায়রে হায়েনা হায়
তোদের নিঠুর প্রহসনে
তার প্রাণ চলিয়া যায় ।
আর অত্যাচারী হায়েনার দল
তোদের মুখে কেমনে হাসি পায়?
ওরে হায়েনার দল তবে মনে রাখিস
এবার আর রইবে না কেউ চুপটি করে
জেগেছে আজ বাংলা আমার
প্রতিশোধের অগ্নিশিখা জ্বলছে দেখ ঘরে ঘরে।