এবার আমার সময় হল
হতে হবে ঘরের বার ।
আর কতদিন রইব বসে
নিন্দার প্রস্তরফলক উঠেছে চারিধার ।
কলংক রটেছে ঢের মনে আছে তার দাগ
আমি সদা দুরে থাকি নিয়ে অনুরাগ ।
জান না'ক ভাই
বেকারের হতাশা ছাড়া আর কিছু নাই
দ্বারে দ্বারে ঘুরি তব
বেদনার কথা কারে কব ।
কেউ নাহি দুঃখ বুঝিবার
ধিক ধিক গাহিয়া ওঠে সবে
ওগো আমার চারিধার ।
আমার আছে কেবল অভাবের সংসার
তারি মাঝে থেকে থেকে দুঃখ দেয় হুংকার ।
ঘরে মা-বাবা আছে অবলা নারী
বেকারত্বের হতাশায় আহা আমি মরি মরি ।
জানিনা এ ধরায় কি হেতু আসা
কি আছে মোর লাগি ?
আছে শুধু হতাশা ।
(৪ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ )
  ১৯ জুলাই ১৫ ইং
  রাত : ১০ ঘটিকা