সখী, তোমার পরশে পরশে
মন মেতেছে কোন হরষে
আজি এ নিশুতি প্রহরে ।
তবে কী গো এসেছে জোযার জীবন নদীর তীরে ?
কী আনন্দে মাতামাতি ছোট্ট সুখের নীড়ে ।
ভরা জ্যোস্না বিছানে
গোপনে গোপনে দুজনে ।
ওগো এসো করি নিবিড় আলিঙ্গন
যায় সখী চলে যায় মধুর এ লগন ।
শ্রাবণ গগনে শশী উঠেছে হাসি
আলোয় আলোয় ধরণী গিয়েছে ভাসি ।
নিশানাথ জ্যোতি অতি ভালবাসি
কেমনে ভুলিব ওগো এই মধুনিশি ।  
বিহগ ডানা ঝাপটায় প্রহরে প্রহরে
দুজনে বাঁধা আজি দুজনের বাহুডোরে ।
কী সুখের বীণা বাজে আজি মম এই অন্তরে
ভিড়াব প্রণয় তরী  সুখের বন্দরে ।  
পুলকিত দুনয়ন হেরি নহলী যৌবন
ভুলবনা ভুলবনা সাক্ষী এ শ্রাবণ ।
      
(রচনাকাল ১২ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ
২৭ জুলাই ১৫ ইং
(রাত: ১০ ঘটিকা )