সখা বাজায় বাঁশি কদমতলে
ও তার মধুর সুরে মনটা গলে ।
আমি ঘরে রইতে পারি না
সখা, মধুর বাঁশি আর বাজাইও না ।
আকুল করা তব ব্যাকুল সুরে  
মনটা যে মোর কেঁদে মরে ।
ওরে মোর ঘরে থাকা দায়
আমি কী করি উপায় ।
দিবানাই-নিশিনাই অসময়ে বাজাও বাঁশি
লোক লোচনের আড়াল দিয়ে কেমনে আমি কাছে আসি ।
তুমি সখা এমন সখা বোঝনা  কিছু
বাঁশির সুরে পাগল করে ঘোরাও তব পিছু ।
নিবিড়তর নিশিতে
সুর তোল যখন বাঁশিতে ।
আমি যে অবলা বালা
বাড়ে মোর প্রণয় জ্বালা ।