তব দুয়ারে দাঁড়িয়ে আমি ডাকি তোমায়
দাও না সাড়া দাও না খুলে তব দ্বার
তবে কী গো শুনবেনা তুমি আরতি আমার ।
তব নাম ধরে ডাকি  নিশি-দিন দোয়া মাগি
ফেলে মম আঁখি জল
পেলাম না'ক কৃপা তোমার
আরতি হল মোর বিফল ।
এখানে-ওখানে গোপনে গোপনে
জপি গো তব নাম
হয়না রে মোর ললাট বদল
ওরে কেবল এ দুঃখের ধরাধাম।
দীনহীন আমি দুবল অতি
হারিয়ে মোর যত মনোবল ।
নাইতো কিছু দুঃখ নিয়েছে পিছু
আছে শুধু আঁখি জল ।
দ্বারে দ্বারে ঘুরে সবার
পেয়েছি কেবল উপহাস ।
তব দ্বারে আসিয়াছি প্রভু
হারিয়ে সকল আশ ।
বুঝিনু বুঝিনু তোমা কৃপা ছাড়া
হবে না বদল ললাটের লিখন ।
দুঃখের দিনে না যদি পাই সাড়া
দুঃখ হোক তবে মম লন্ঠন ।
মম অন্তরে বাজে বেদনার বীণা শত
তব দ্বারে এসেছি করেছি মাথা নত ।