আয় রে তোরা সব বাঁধা পেরিয়ে
সব সীমানা ছাড়িয়ে ।
ওগো তোরা গুড়িয়ে দে পাথর দেয়াল
অত্যাচারীর ভেঙ্গে দে চোয়াল ।
শত অবিধির করতে হবে রে নাশ
আর কতদিন রইবি ওগো সমাজ পতির দাস ।
ওগো তোরা নওল কিশোর
হবি কেন ওদের দোসর ।
যারা সমাজের রাঘব বোয়াল
ওদের ভেঙ্গে দে রে চোয়াল ।
তোরা আয় আয় আয়
করিসনা আর ভয় ।
ধরাকে যারা সারা করতে চায়
ওদের লুটাতে হবে ধুলায় ।
দে বুঝিয়ে" নই তো ভীরু করব শুরু
ওরে ও অত্যাচারী নাটের গুরু ।
মোদের সত্যের অভিযান  
অবনী পরে করতে হবে মানবের জয়গান ।