মম বাহু ডোরে প্রিয় তোমায় বাঁধিলাম
তুমি মোর কত যে আপন সেতো বুঝিলাম ।
সত্যি আমি ভুবন মাঝে তোমায়   চিনিলাম
দেহ দিয়ে মন দিয়ে তোমারে পাইলাম ।
তব তনু ,ধন, মন
মোর কত যে আপন ।
যুগ জনমের বন্ধু তুমি
তুমি কাঁদলে কাঁদি আমি ।
সুন্দর নিখিল এ ভুবনে
জানে গো মনটা জানে ।
সত্য প্রেমের নিত্য জয়
এমন প্রেমে কীসের ভয় ।
প্রিয় থাকো যদি মোর পাশে
নিন্দুকের কথায় বল কী যায় আসে ।
খুব সহজে প্রেমের দাম দেয় না  কেউ জানি
জনম জনম বন্ধু দু জন এই তো কেবল
মানি ।
দেহের লাগি কাঁদে দেহ
মনের তরে গো মন ।
তুমি বিহনে নিখিল এ ভুবনে
কে আছে রে আপন ।
বাহুর বাঁধন থাকে কতক্ষণ
যদি না থাকে মনের জোর ।
মন দিয়ে মন চিনিলে
শক্ত হয় রে মনের ডোর ।