আমি ছওয়ারি    
মম হাতে নগ্ন তরবারি ।
চলছি বায়ু বেগে সমরে
করিনা ভয় শত্রুর হুংকারে ।
বাঁচতে আসিনি অবনী পরে
জনম কেবল মরিবার তরে ।
নিয়াছি আমি তা মানি
প্রস্তুত প্রস্তুত মম চিত্ত জানি ।
জ্বলতে আসিনি জ্বালাতে এসেছি
বুক চিতিয়ে দাঁড়িয়ে আছি ।
শয়তানের চেলা কে আসবি আয়
আজি লুটাব মম পায় ।
পণ করেছি ছিড়ব শিকল
ভাঙ্গব আমি শত আগল ।
রইব নাকো আর তিমিরে
হুঁশিয়ার হুঁশিয়ার অত্যাচারী ওরে ।
ভন্ড দের  দন্ড দেব
মুখের হাসি কেড়ে নেব ।
আমি আজি এই করেছি পণ
রক্ত চোষা মুখোশ ধারী শোন রে তবে শোন ।
(সংক্ষেপিত ) ৩ সেপ্টেম্বর ১৫ ইং
২০ ভাদ্র ১৪২২ বাংলা